ঢাকা বুধবার, ১১ই সেপ্টেম্বর ২০২৪, ২৮শে ভাদ্র ১৪৩১


মাদ্রাজি ওল চাষ বাড়ছে মেহেরপুরে 


২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৫

মাদ্রাজি ওল চাষ
মেহেরপুরে মাদ্রাজি ওল চাষ বর্তমানে চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাণিজ্যিকভাবে এ চাষে চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ফলে মাদ্রাজি ওল চাষ এ জেলায় দিন দিন সম্প্রসারিত হচ্ছে।
 
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের জাহাঙ্গির হোসেন বলেন, তিনি দেড় বিঘা জমিতে মাদ্রাজি ওল চাষ করে গত বছর এক লাখ টাকা আয় করেছেন। তাই এ বছর তিনি চার বিঘা জমিতে এ জাতের ওল চাষ করেছেন। 
 
উপজেলার আমঝুপি গ্রামের ফয়েজ উদ্দীন বলেন, মাদ্রাজি জাতের ওলের বীজ বিক্রি করে তিনি ২৫ হাজার টাকা লাভ করেছেন। 
 
ওল ব্যবসায়ী আবু হোসেন বলেন, মাদ্রাজি ওলের চাহিদা বেড়েছে। তিনি জেলার বিভিন্ন এলাকা থেকে এ জাতের ওল কিনে বিভিন্ন জেলায় বাজারজাত করেন।
 
মাদ্রাজি ওল চাষে বিঘাপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা হয়। এছাড়া বাজারে মাদ্রাজি ওলের চাহিদাও ভালো। পাশাপশি এর দামও ভালো। প্রতি কেজি মাদ্রাজি ওল ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। 
 
কৃষি বিভাগের সূত্রে জানা যায়, এ বছর মেহেরপুরে ৩ শত হেক্টর জমিতে মাদ্রাজি ওল চাষ হয়েছে। 
 
কৃষি বিভাগের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান বলেন, বাজারে মাদ্রাজি ওলের চাহিদা অনেক এবং এর দামও ভালো। তাই জেলার চাষিদের এ চাষে আমাদের পক্ষ থেকে সব রকমের সহায়তা দেওয়া হচ্ছে।  
 
 
আগামীতে মাদ্রাজি ওল চাষ আরও বাড়বে বলে আশা করেন উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান। 
 
একেএ