ঢাকা রবিবার, ২৬শে জানুয়ারী ২০২৫, ১৪ই মাঘ ১৪৩১


ব্রাজিল vs উরুগুয়ে কোপা আমেরিকা আজকের খেলার লাইভ স্কোর


৭ জুলাই ২০২৪ ০৬:৫০

ছবি: সংগৃহীত

ব্রাজিল বনাম উরুগুয়ে কোপা আমেরিকা আজকের খেলার লাইভ স্কোর

ব্রাজিল vs উরুগুয়ে কোপা আমেরিকা আজকের ম্যাচ লাইভ স্কোর আপডেট 2024

একের পর এক অফ ফর্ম ঘটে চলেছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের, কোন ভাবেই যেন তারা নিজেদের মতো করে খেলতে পারছে না। এর মধ্যেই দলের ফরোয়ার্ড নেইমার ইনজুরিতে এবং কার্ড জটিলতায় এ ম্যাচের বাহিরে থাকতে হবে ভিনিসিউস জুনিয়র। তাই ব্রাজিলের কঠিন পরীক্ষায় দিতে হচ্ছে উরুগুয়ের বিপক্ষে। সে পরীক্ষায় কোন দল কেমন করবে জানেত চোখ রাখতে হবে এখানে, কারণ আজকের ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচটির লাইভ স্কোর আপডেট সবার আগে আমরা জানিয়ে দিবো। এতে করে কোন দল কখন এগিয়ে যাচ্ছে, গোল করছে বা কি হচ্ছে ব্রাজিল, উরুগুয়ে আজকের ম্যাচের লাইভ স্কোর আপডেট এখানেই পাবেন।

live-now 

BRA 0 vs 0 URU [Refresh]

 

ব্রাজিল বনাম উরুগুয়ে খেলার সরাসরি খবর ২০২৪

আপনারা যারা ব্রাজিল দলের ফুটবল প্রেমী দর্শক, সমর্থক অনেকেই প্রশ্ন করেন জানতে চান, ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার মুখোমুখি বা হেড টু হেড পরিসংখ্যান, খেলাটি কবে, কোথায় হবে, কিভাবে দেখা যাবে এবং লাইন আপ কেমন হতে চলেছে। বর্তমানে ব্রাজিল দল ২০২২ সালের কোপা আমেরিকার রানারআপ এবং তবে আবার একই রকম সময়ের সেরা ছন্দে বা ফর্মে নেই। যার কারণে আশা করা যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল কোচ উড়তে থাকা উরুগুয়ের বিপক্ষে ৪-৪-২ লাইন আপ নিয়ে মাঠে নামবে। ব্রাজিল, উরুগুয়ে মুখোমুখি ৭৯ দেখায় ব্রাজিলের জয় ৪০ ম্যাচ, উরুগুয়ের জয় ২২টিতে এবং বাকি ১৭টি ম্যাচ ড্র