ঢাকা বুধবার, ১১ই সেপ্টেম্বর ২০২৪, ২৭শে ভাদ্র ১৪৩১


কাঁচাবাজারে স্বস্তি


৩১ আগস্ট ২০১৮ ২২:০৯

সপ্তাহের ব্যবধানে স্বস্তি ফিরে এসেছে রাজধানীর কাঁচাবাজার গুলোতে। গত ঈদের পরপরই দামের উর্ধ্বমুখীতায় লাগাম এসেছে। আগের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সাক-সবজি।

শুক্রবার (৩১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারে সরবারহ বেশি ও ক্রেতা কম যে কারণেই দাম এখন স্বাভাবিক, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা গেছে, বয়লার মুরগি ১২০ লাল লেয়ার মুরগি ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও ৫০ টাকা বেশিতে বিক্রি হয়েছে। ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৯০ টাকা ডজন।

খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. মোশারফ হিরা বলেন, বয়লার আগে বিক্রি করছি ১৫০ টাকা দরে। সবার বাসায় ফ্রিজে কোরবানির মাংস মজুদ আছে। যে কারণে মুরগির চাহিদা একটু কম।

কাঁচাবাজার গুলোতে দেখা যায়, কাঁচা সবজি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুধুমাত্র টমেটো ও শীতকালীন কিছু সবজি ছাড়া বাকি সব সবজির দামই রয়েছে স্বাভাবিক। ফুলকপি প্রতি পিস ৩০, পাতাকপি বিক্রি হচ্ছে ২৫, বেগুন ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম কমার তালিকায় আছে- উস্তা, বরবটি, কাকরল, করলা, পটল, ঝিঙা, ধুন্দল, ঢেঁড়স, লাউ, চিচিংগা, পটল, ঝিঙা, ধুনদল, কাকরল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজিতে।

এসএ