ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


মোহনপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সাফল্যো


২৮ আগস্ট ২০২৫ ১৭:৪৮

সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। উপজেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য অনুকূল হওয়ায় এবার ভালো উৎপাদন আশা করা যাচ্ছে।

মহ্ববতপুরপত্রপুর গ্রামের পেঁয়াজ চাষী মুকবুল, মল্লিকপুর গ্রামের শরিফুল ইসলাম ও পত্রপুর গ্রামের আবুল কালাম, জানান, বাজারে পেঁয়াজের চাহিদা বেশি থাকায় তারা উপজেলা কৃষি অফিস থেকে এন-৫৩ জাতের প্রতি বিঘায় ১ কেজি করে বীজ সংগ্রহ করেন। পরে আধুনিক প্রযুক্তিতে চাষ আবাদ শুরু করেন। তারা আশা করছেন, গ্রীষ্মকালে উৎপাদিত এ পেঁয়াজ ভালো দামে বিক্রি করতে পারবেন।

মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “আমরা ৩৫০ জন কৃষকের মাঝে প্রতি বিঘার জন্য ১ কেজি করে বীজ প্রণোদনা দিয়েছি। পাশাপাশি সার ও বালাইনাশক সহায়তাও দেওয়া হয়েছে। চাষাবাদের সময় মাঠ পর্যায়ে গিয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।” ধারণা করা হচ্ছে, প্রতি বিঘায় ১০০-১২০ মণ হারে প্রায় ১ হাজার ৫০০ টন গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হবে।