ঢাকা সোমবার, ২৬শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২


'সুষ্ঠু নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে, তাদের সহযোগিতা করব'


২৬ জানুয়ারী ২০২৬ ০৮:১০

সংগৃহীত

সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসবে, তাদেরই সহযোগিতা করার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া।

 

দেশব্যাপী পদযাত্রা শুরুর পূর্বে রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথম দিনের নির্বাচনী পদযাত্রা শুরু হবে এনসিপির। এরপর সারাদেশে এই কার্যক্রম চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪টি জেলা ঘুরে ঢাকায় এসে শেষ হবে এই পদযাত্রা।

 

এনসিপির প্রার্থী ও জোটের প্রার্থীদের পক্ষে এই পদযাত্রায় প্রচারণা চালানো হবে। পাশাপাশি, গণভোট কী এবং কেন 'হ্যাঁ' ভোটের প্রয়োজন, তা জনগণের কাছে তুলে ধরা হবে বলে জানান আসিফ মাহমুদ।