অদ্ভুত এক মাছের সন্ধান!
হাতে নিলেই গলে যায় এ মাছ। অদ্ভুত এমন মাছের সন্ধান পাওয়া গেছে। যার শরীর অদ্ভুত স্বচ্ছ। শরীরে কাঁটা নেই বললেই চলে। এর নাম রাখা হয়েছে আটাকামা স্নেইল ফিশ। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ হাজার ফুট নীচে এদের বসবাস। এমটাই দাবি করেছে গবেষকরা।
কোয়ার্টজে প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়, নিউ ক্যাসল ইউনিভার্সিটি আয়োজিত চ্যালেঞ্জার কনফারেন্স নামের একটি সম্মেলনে এ মাছটির কথা সকলকে জানানো হয়। সারা পৃথিবীতে ৪০০র বেশি স্নেইল ফিশের প্রজাতি রয়েছে। তবে আটাকামা স্নেইল ফিশ সত্যিই আলাদা।
গবেষক থমাস লিনলে জানিয়েছেন, এ মাছ খুবই নরম। দাঁত আর কানের ভিতরে থাকা হাড়, যার সাহায্যে এরা দেহের ভারসাম্য রক্ষা করে সেই দু’টি অংশ সবচেয়ে কঠিন। পৃথিবীর গভীর তলদেশে বাস করা এ মাছেরা মোটামুটি তিন রংয়ের হয়_নীল, গোলাপি ও পার্পল। তাদের এই নরম শরীরই তাদের প্রতিবন্ধক হয়ে ওঠে সমুদ্রের উপরে। দেখা গিয়েছে, সমুদ্রপৃষ্ঠে আনা হলে সেখানকার তাপমাত্রায় এরা গলে যায়!
আপাতত বিজ্ঞানীরা একটি মাছকে আলাদা করে সংরক্ষণ করেছেন। সেটিকে বাঁচানো না গেলেও, তার শরীরকে গলে যাওয়া থেকে আটকানো হয়েছে। সেটিকে নিয়ে গবেষকরা পরীক্ষা করে দেখছেন।
এসএ