আম্পায়ারকে কী বললেন সেরেনা

ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জাপানের নাওমি ওসাকা। ম্যাচটি চলাকালীন সময়ে আম্পায়ারকে ‘চোর’ বলে ইউএস ওপেনের কোড লঙ্ঘন করেছেন সেরেনা। যে কারণে ১৭ হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে মার্কিন এ তারকাকে।
ইউএস ওপেনের রানার্সআপ হওয়ায় ১.৮৫ মিলিয়ন ডলার পেয়েছেন সেরেনা। সেখান থেকে জরিমানার অর্থ কেটে নেওয়া হবে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)।
ম্যাচের প্রথম সেটে সেরেনার কোচ গ্যালারি থেকে শিষ্যকে কিছু ইশারা করেছিলেন। কিন্তু গ্র্যান্ড স্ল্যামে এই নিয়মটা নেই। যার কারণে সেরেনাকে সতর্ক করেন আম্পেয়ার রামোস। এর ফলেই শুরু হয় ঝামেলা।
মুহূর্তের মাঝেই বিতর্কে জড়িয়ে পড়েন সেরেনা। ম্যাচের দ্বিতীয় সেটেও পিছিয়ে যান তিনি। যার ফলে কোর্টের মাঝেই র্যাকেট ভেঙ্গে ফেলেন এই মার্কিন তারকা। এর জন্য সেরেনাকে পেনাল্টি করেন রামোস। যার পেনাল্টিতে পয়েন্ট হারিয়ে আম্পায়ারকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেন সেরেনা।
সেরেনা বলেন,‘আপনি চোর, আপনি আমার পয়েন্ট চুরি করেছেন। নারী বলেই আমাকে এই শাস্তি পেতে হল।’
এসএ