ঢাকা বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে বেনফিকা


২৯ জানুয়ারী ২০২৬ ১০:৪৩

সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। যেই উপাখ্যানের প্রতি পাতায় রোমাঞ্চ! বুধবার রাতের সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে লিসবনে। হোসে মরিনহোর বেনফিকার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

 

গোলরক্ষকের গোলে বেনফিকার বাজিমাত। ম্যাচের ৫৪ মিনিটেই ৩-১ গোলে পিছিয়ে রিয়াল। এরপরই নাটক! ম্যাচের যোগ করা সম্যে রাউল অ্যাসেনসিও ও রদ্রিগো লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হবার পর পর্তুগালের ক্লাবটি দিলো আরও এক গোল।

 

যোগ করা সময়েরব অষ্টম মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া বলে হেড করে গোল করে বেনফিকাকে নকআউট পর্বে তুলে দিলেন গোলকিপার আনাতলি ত্রুবিন। ফলে ৪–২ গোলের ব্যবধানে জিতে মার্শেইকে বিদায় করে নকআউট প্লে–অফে বেনফিকা। অন্যদিকে, ম্যাচ হেরে রিয়াল নবম হয়ে জায়গা পেল নকআউট প্লে–অফেই; যেখানে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও।