শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল।
এদিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে একমঞ্চে সকল প্রার্থীর ইশতেহার অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে। বিকেল তিনটার দিকে জামাতের সমর্থকরা অনুষ্ঠানের সকল চেয়ারে বসে পড়ে। এ সময় বিএনপি'র সমর্থকরা চেয়ার না পেয়ে বাক'বিতণ্ডায় জড়িয়ে পড়ে যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। ঘটনার পর বিএনপি সমর্থকরা জামাতের হামলার শিকার হয়ে সন্ধ্যায় ফের সংঘর্ষে জড়ায়। এ সময় জামায়াত দাবি করে তাদের শ্রীবরদী উপজেলা জামাতে সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ৫০ জন কর্মী আহত হয়েছে। পরে রেজাউল করিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে শেরপুরে পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম জানান সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামাতে সাধারণ সম্পাদক মাথায় আঘাত পেলে তাকে চিকিৎসা দেয়ার জন্য ময়মনসিংহে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
