ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


দর্শক হারালো সাফ চ্যাম্পিয়নশিপ!


৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২২

সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসরে গতকাল স্বাগতিক বাংলাদেশ ও ভুটানের খেলায় বঙ্গবন্ধু স্টেডিয়ান যেন প্রাণ ফিরে পেয়েছিলো। গ্যালারির কানায় কানায় ঠাসা ছিলো দর্শকে। তবে দর্শকদের এমন আগমনে বুঝিয়ে দিচ্ছিলো অনেক উত্তেজন হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।

কিন্তু দ্বিতীয় দিনে ভারত ও শ্রীলংকার খেলায় পালটে গেল সেই গ্যালারির চিত্র। আবার সেই গ্যালারিতে ফিরে এলো সেই চেনা রূপ।

মাঠের চারপাশের গ্যালারিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু পরিমাণ দর্শক। স্টেডিয়ামের গেটে নেই দর্শকদের তেমন কোনো চাপ। ভিআইপি গ্যালারির পাশের দুই গ্যালারিতে কিছু দর্শক থাকলেও গতকালের মতো এতো চাপ নেই না।

দর্শকদের এমন আচরণই বুঝিয়ে দিচ্ছে, দেশের খেলা ছাড়া অন্য কোনো দেশের খেলা দেখার প্রতি কোনো আগ্রহ নেই তাদের।

আগামীকাল বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের জার্সিধারীরা। আশা করা যাচ্ছে সেই ম্যাচে আবারো দর্শক ফিরে পাবে বঙ্গবন্ধু স্টেডিয়াম।

একেএ