ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


লা-লিগায় শীর্ষে সেভিয়া


২৭ নভেম্বর ২০১৮ ০০:৫৫

ছবি সংগৃহিত

বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদকে টপকে লা-লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সেভিয়া।এক ধাপ করে নিচে নেমেছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।

রিয়াল ভাইয়াদলিদকে ঘরের মাঠে রোববার রাতে ১-০ গোলে জেতে ১৯৪৫-৪৬ মৌসুমে নিজেদের একমাত্র লিগ শিরোপা জেতা সেভিয়া।

ম্যাচের ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে কাছ থেকে হেডে একমাত্র গোলটি করেন আন্দ্রে সিলভা।এই মৌসুমে পর্তুগিজ এই ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।

১৩ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে শীর্ষে ওঠা সেভিয়ার পয়েন্ট ২৬।

গত শনিবার রাতে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করা বার্সেলোনা ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। আর তিন নম্বরে নেমে যাওয়া মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ২৪।

চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আছে আলাভেস (২৩) ও এস্পানিওল (২১)। ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২০।

এমএল