ঢাকা সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২


বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি ক্রাউন প্রিন্স সালমানের


১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:২৩

সংগৃহীত

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা কেনার জন্য আগ্রহী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। বিভিন্ন স্পানিশ গণমাধ্যমের দাবি, ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করার ইচ্ছে সালমানের। 

 

এই প্রস্তাব বার্সেলোনার প্রায় ২.৫ বিলিয়ন ইউরোর ঋণ মেটাতে সহায়ক হবে এবং তাত্ত্বিকভাবে সৌদির ক্রাউন প্রিন্সকে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ দেবে।

 

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বিশ্বের ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই ধরনের প্রস্তাব বিবেচনা করছে। তবে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোকে সম্পূর্ণভাবে বিদেশি বা ব্যক্তিগত কোনো সংস্থা কিনতে পারে না। কারণ বার্সেলোনা ক্লাবটি সোসিওস বা সদস্যদের মালিকানাধীন, যারা ক্লাবের ভোটাভুটি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

 

স্পেনের অনেক বিশ্লেষক মনে করছেন, এই ১০ বিলিয়ন ইউরো প্রস্তাব সম্ভবত প্রতীকী বা পরীক্ষামূলক। ক্লাবটি বর্তমানে ২ বিলিয়ন ইউরোর বেশি ঋণে রয়েছে। যদি এই 'মেগা ডিল' সম্পন্ন হয়, তাহলে ক্লাবটি অর্থনৈতিকভাবে চাপমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।