ঢাকা শুক্রবার, ১২ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২


বড় জয়ে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা


১২ ডিসেম্বর ২০২৫ ০৯:০৩

সংগৃহীত

৫ রানের মধ্যেই শেষ পাঁচ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানে হেরেছে ভারত। এতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা আনলো সফরকারীরা।

 

১৮ বলে ভারতের দরকার ছিল ৭২ রান। অসম্ভব প্রায় এই সমীকরণেও তিলক বর্মা ও জিতেশ শর্মার ঝড়ো ব্যাটিংয়ে শেষদিকে কিছুটা আশার আলো দেখে ভারত। কিন্তু পরের দৃশ্যপটে দেখা যায় ভিন্ন চিত্র। মাত্র ৫ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই ভারত থেমে যায় ১৬২ রানে।

 

এর আগে, নিউ চন্ডীগড়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা তোলে ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান। ওপেনার কুইন্টন ডি কক খেলেন বিধ্বংসী এক ইনিংস। তার উইলো থেকে আসে ৪৬ বলে ৯০ রান। শেষ দিকে ডোনোভান ফেরেইরা (১৬ বলে ৩০*) এবং ডেভিড মিলারের (১২ বলে ২০*) ব্যাটে বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা।

 

ভারতের পক্ষে দুটি উইকেট পান বরুণ চক্রবর্তী।

 

২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতকে লড়াইয়ে রাখতে পেরেছেন কেবল তিলক বর্মা। পাঁচ নম্বরে নেমে ৩৪ বলে ৬২ রানের দারুণ ইনিংস উপহার দিলেও জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে জিতেশ শর্মার ব্যাট থেকে। তিনি করেন ১৭ বলে ২৭ রান।

 

দক্ষিণ আফ্রিকার বার্টম্যানের ঝুলিতে ওঠে ৪টি উইকেট। দুটি করে উইকেট পান এনগিদি, ইয়ানসেন ও সিপামলা।

 

১৪ ডিসেম্বর ধর্মশালায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

 

 

 

সংক্ষিপ্ত স্কোর:

 

দক্ষিণ আফ্রিকা: ২১৩/৪ (ডি কক ৯০, ফেরেইরা ৩০*; বরুণ ২/২৯)

ভারত: ১৬২ (তিলক ৬২, জিতেশ ২৭; বার্টমান ৪/২৪)

ফল: দক্ষিণ আফ্রিকা ৫১ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক