ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৮শে অগ্রহায়ণ ১৪৩২


চ্যাম্পিয়নস লিগ বার্নাব্যুতে রিয়ালকে হারালো ম্যানসিটি


১১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৫

সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের হাইভোল্টেজ ম্যাচে শেষ হাসি হেসেছে সিটিজেনরা। অনেক সুযোগ হাতছাড়া করার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানসিটির কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল।

 

লিগে খুব একটা ছন্দে নেই স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেই দুর্দশা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামে ম্যানসিটির বিপক্ষে। সিটি বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রতি আক্রমণে ভালোই ভীতি ছড়ায় ভিনিসিয়ুস-বেলিংহামরা। আঙুল ও পেশির চোটের কারণে এই ম্যাচে বেঞ্চে থাকতে হয়েছে এমবাপ্পেকে।

 

শুরুতেই অবশ্য এগিয়ে যায় জাবি আলোনসোর দল। লম্বা সময়ের গোলখরা কাটিয়ে জালের দেখা পান রদ্রিগো। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেননি থিবো কর্তোয়ার ভুলে। ৩৫ মিনিটে সিটিকে সমতায় ফেরান নিকো ও’রেইলি। এর আট মিনিট পর আবারও ভুল করে বসে রিয়াল। হালান্ডকে রুডিগার ফাউল করায় পেনাল্টি পায় সফরকারীরা। সফল স্পট কিকে রিয়ালের জাল কাঁপিয়ে এগিয়ে যায় সিটি।

 

বিরতির পর সমতা ফেরানোর খুব ভালো সুযোগ হাতছাড়া করেন বেলিংহ্যাম। বিপজ্জনক জায়গায় বল পেয়েও শট লক্ষ্য রাখতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করলেও ব্যর্থ হয় জালের দেখা পেতে। ম্যাচের বাকি সময়েও চাপ ধরে রেখে সুযোগ তৈরি করে রিয়াল। কিন্তু দোন্নারুম্মার কোনো পরীক্ষাই নিতে পারেনি তারা। তাতে রেয়ালের মাঠে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

 

এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে গার্দিওলার দল। সমান ম্যাচে ১২ পয়েন্টে নিয়ে রিয়ালের অবস্থান সাতে।