ঢাকা মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫, ২৫শে অগ্রহায়ণ ১৪৩২


হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ


৮ ডিসেম্বর ২০২৫ ২২:১৭

সংগৃহীত

ইতিহাস গড়লো বাংলাদেশের হকি দল। ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে শক্তিশালী অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের দল।

 

ছয় ম্যাচে পাঁচ হ্যাটট্রিকসহ ১৮ গোল নিয়ে এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আমিরুল ইসলাম।

 

অস্ট্রিয়ার বিপক্ষে শুরুটা হয় দুর্দান্ত। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে। এবার স্কোরশিটে নাম লেখান হুজায়ফা।

 

তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ লিড পায়। এই কোয়ার্টারে বাংলাদেশ আরও একটি পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করতে ব্যর্থ হয়। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাটট্টিক পূরণ করলে চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। এর আগে অস্ট্রিয়ার আন্দর লোসনসি ফিল্ড গোল করে ব্যবধান কমান।

 

তবে রোমাঞ্চ শুরু শেষ কোয়ার্টারে। এই কোয়ার্টারে অস্ট্রিয়া আরও তিন গোল করলে জেগে উঠে ড্র হওয়ার সম্ভাবনা। তবে শেষ দিকে তারা আর পারেনি বাংলাদেশের রক্ষণে ফাটল ধরাতে। ফলে যুব হকি বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের পাশাপাশি চ্যালেঞ্জার বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে লাল সবুজের প্রতিনিধিরা।

 

উল্লেখ্য, জুনিয়র হকি বিশ্বকাপে ১৭-২৪ স্থান নির্ধারণী পর্বের সেরা দলকে দেয়া হয় চ্যালেঞ্জার ট্রফি। দলগুলোকে অনুপ্রাণিত করতেই এই শিরোপার আয়োজন করা হয়