ঘরের মাঠে এবার ড্র করলো ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলস।
ওল্ড ট্রাফোর্ডে খেলার শুরু থেকেই সফরকারীদের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে ম্যানইউ। ওয়েস্টহ্যামও চালায় পাল্টা আক্রমণ। তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙে স্বাগতিকরা। ম্যাচের ৫৮ মিনিটে বক্সের ভেতর জটলার মধ্য থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়ান ডিয়োগো দালোত। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যানচেস্টার যখন জয়ের সুবাতাস পাচ্ছিল, তখন শেষ দিকে হিসাব পাল্টে দেন মাগাসা। ৮৩ মিনিটে দারুণ এক প্লেসিংয়ে ওয়েস্টহ্যামকে সমতায় ফেরান এই মিডফিল্ডার।
এই ড্রয়ে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে ৮ নম্বরে আছে হুবেন অ্যামুরির দল। আর ১২ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম আছে ১৮তম স্থানে।
