আইসিসি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি মোস্তাফিজ-ইমনদের
আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার ক্রিকেটারদের। সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ওপেনার পারভেজ ইমন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩ ইনিংসে ৩৮.৫০ গড়ে ৭৭ রান করেছেন ইমন। টি-২০ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন এই টপ অর্ডার ব্যাটার।
সিরিজে ২ ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান করা তাওহীদ হৃদয় ৫ ধাপ এগিয়ে এখন ৪৩তম স্থানে। টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে ছিলেন মোস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে ফিজ এখন ৮ নম্বরে।
এগিয়েছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেনও। তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে মেহেদী, ৫ ধাপ এগিয়ে ১৯তম রিশাদ। উন্নতি হয়েছে নাসুম আহমেদেরও। ৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন এই টাইগার স্পিনার।
