ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


ড্রেসিংরুম থেকে হাসপাতালে ৮ পাক ক্রিকেটার


৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:০১

ছারপোকার কামড়ে ড্রেসিংরুম থেকে সোজা হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের আট ক্রিকেটার। পাকিস্তানের জার্সিতে ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান ইমরান ফারহাত সোশ্যাল সাইটের মাধ্যমে এই ঘটনা প্রকাশ করেছেন।

তার স্ট্যাটাস থেকে জানা গেছে, ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে কায়েদ-ই-আজম ট্রফির একটি ম্যাচ খেলতে গিয়ে ড্রেসিংরুমে ছারপোকার আক্রমণের শিকার হন ইমরান ফারহাতসহ আরও ৭ ক্রিকেটার। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, আক্রান্তদের নিয়ে সোজা চলে যেতে হয় হাসপাতালে!

টুইটারে আক্রান্তদের ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেন ফারহাত। ক্যাপশনে তিনি লিখেন, ছারপোকার ভয়াবহ কামড় খেয়ে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি। সবাই খুবই অসুস্থবোধ করছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হকও রেগেমেগে এক টুইটে লিখেন, এটা কোনো গুদামঘর না। এটা এলসিসিএ ক্রিকেট গ্রাউন্ড যেখানে প্রথম শ্রেণির একটি ম্যাচ চলছে। এবং ছয়জন টেস্ট ক্রিকেটার এই ম্যাচে খেলছে। আউটফিল্ড ও উইকেট খেলার মতো না। ক্রিকেটারদের আরেকটু ভালো অবকাঠামো প্রাপ্য।

এসএ