টি-টোয়েন্টি বিশ্বকাপ এসএসসি'তে ফ্লাডলাইট বসাচ্ছে শ্রীলঙ্কা
সাত দশকেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে প্রথম শ্রেণির ক্রিকেট। ১৯৮২ সালে আন্তর্জাতিক অভিষেক হয় এই ভেন্যুর। তবে দীর্ঘ এই সময়ে কোনো ফরম্যাটেই দিবা/রাত্রির ম্যাচ আয়োজিত না হওয়ায় ফ্লাডলাইটের প্রয়োজন পড়েনি। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এবার ফ্লাডলাইট বসতে চলেছে কলম্বোর এই ঐতিহাসিক মাঠটিতে।
মূলত, বিশ্বকাপের একাধিক ম্যাচ হবে সন্ধ্যার পর। তাই এরই মধ্যে ফ্লাডলাইট বসানোর কাজ শুরু করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপের আসর। শ্রীলঙ্কার তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের অন্তত ২০টি ম্যাচ। এর মধ্যে কলম্বোর এসএসসি মাঠে রাখা হয়েছে পাঁচটি খেলা।
এই ভেন্যুতে আসরের প্রথম দিনেই পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বেলা ১১টায়। তাই সেদিন ফ্লাডলাইট প্রয়োজন পড়বে না। এসএসসিতে ফ্লাডলাইটের নিচে প্রথম খেলা হবে ৯ ফেব্রুয়ারি। সেদিন মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও ওমান। স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
এরসঙ্গে ১০ ফেব্রুয়ারি পাকিস্তান-যুক্তরাষ্ট্র (সন্ধ্যা ৭টা) ও ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান-নামিবিয়া (বিকেল ৩টা) ম্যাচেও প্রয়োজন পড়বে ফ্লাডলাইটের। তবে আয়ারল্যান্ড-ওমান ম্যাচে কৃত্রিম আলোর দরকার হবে না। কারণ সেই ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় সকাল ১১টায়।
উল্লেখ্য, এসএসসির পাশাপাশি একই শহরের রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম ও ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামেও গড়াবে বিশ্বকাপের ম্যাচ। আসরে পাকিস্তান নিজেদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতেই।
