বাংলাদেশের দরকার আর ২ উইকেট

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৮৩ রানেই ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।স্বাগতিকদের জয়ের জন্য দরকার মাত্র ২ উইকেট।আর ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ১২৩ রান।যা সফরকারীদের জন্য অসম্ভব হয়ে গেছে।এই মহুর্তে ক্রিজে আছেন অ্যামব্রিস ২২ এবং ওয়ারিক্যান ৭ রানে ।
মাত্র ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।স্বাগতিকদের দুই স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্যারিবীয় ব্যাটসম্যানদের ‘জীবন অতিষ্ঠ’ করে তুলেছেন। তাইজুল নিয়েছেন ৫ উইকেট, সাকিব ২ টি। একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসের মতোই মারমুখী ছিলেন হেটমায়ার। ১৯ বলে তুলেছিলেন ২৭ রান। কিন্তু তাঁকে বেশিক্ষণ রাজত্ব করতে দেননি মেহেদী হাসান মিরাজ। নাঈম হাসানের ক্যাচে ফিরিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যানকে। ডওরিচকে এলবিডব্লু করেছেন তাইজুল। তাইজুলই বোল্ড করেছেন দেবেন্দ্র বিশুকে।
এমএল