শ্রীলঙ্কাকে ৯৫ রানে গুটিয়ে দিয়ে জিম্বাবুয়ের জয়
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে হার দিয়ে শুরু করেছিল জিম্বাবুয়ে। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো সিকান্দার রাজার জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করে ১৬২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে রোডেশিয়ানদের বোলিং তোপে শ্রীলঙ্কা মাত্র ৯৫ রানে গুটিয়ে গেলে ৬৭ রানে জয় পায় তারা।
এদিন টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান ভারপ্রাপ্ত অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিং নেমে ছোট ছোট পার্টনারশিপ উপহার দেয় জিম্বাবুয়ে। ৩২ বলে ৪৭ রান করা সিকান্দার রাজা আর ৪২ বলে ৪৯ রান করা ব্রায়ান বেনেটের ব্যাটে জিম্বাবুয়ের যাত্রা থামে আট উইকেটে ১৬৩ রানে।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুটি উইকেট শিকার করেন দুস্মন্ত চামিরা।
জবাব দিতে নেমে লঙ্কানরা ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেললে জুটি গড়ার চেষ্টা করেন দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে। কিন্তু এদিন শ্রীলঙ্কার কিছুতেই কিছু হয়নি। তাসের ঘরে মতো ভেঙে পড়েছে তাদের ব্যাটিং অর্ডার। লঙ্কান অধিনায়ক করেন ২৫ বলে ৩৪ রান। রাজাপাকসে ১১ রানের বেশি করতে পারেননি। শেষমেশ ৯৫ রানে থামে এশিয়ার পরাশক্তিদের ইনিংস।
জিম্বাবুয়ের পক্ষে ব্র্যাড ইভান্স দারুণ বোলিং করেন। তার ঝুলিতে ওঠে ৩টি উইকেট। এনগারাভার শিকার ২টি।
