মিরপুর টেস্ট: প্রথম দিন নিজেদের করে নিল বাংলাদেশ, রাঙালেন মুশফিকও
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। নিজের শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।
মুশফিকের শততম টেস্টে এদিন ম্যাচের আগে দশ মিনিটের বিশেষ আয়োজন করে বিসিবি। এরপর ব্যাট করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের হাত ধরে দারুণ শুরু পায় স্বাগতিকরা। দলীয় ৫২ রানে সাদমান ইসলাম ফিরলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর ৮৩ রানে জয় ও ৯৫ রানে শান্ত ফিরলে একশোর আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। ১০৭ রানের জুটি গড়ে এই বিপদ সামাল দেন মুমিনুল ও মুশফিক। এই জুটি ভাঙ্গে মুমিনুল ম্যাকব্রাইনের শিকার হলে। অ্যান্ডি ম্যাকব্রাইন একাই নিয়েছেন চার উইকেট।
শেষ পর্যন্ত মুশফিকের অপরাজিত ৯৯ ও লিটনের অপরাজিত ৪৭ রানে ২৯২ রানে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা।
