মুশফিকের শততম টেস্ট, ব্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের
মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। মুশফিকের শততম টেস্টে এদিন ম্যাচের আগে দশ মিনিটের বিশেষ আয়োজন করে বিসিবি। এরপর ব্যাট করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের হাত ধরে দারুণ শুরু পায় বাংলাদেশ।
দলীয় ৫২ রানে সাদমান ইসলাম ফিরলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এই ম্যাচে টাইগার একাদশে আছে দুই পরিবর্তন। হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
অপরদিকে, আয়ারল্যান্ড একাদশে অভিষেক হয়েছে লেগ স্পিনার গ্যাভিন হোয়ের। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৭৩ রান।
