তিউনিসিয়ার সঙ্গে ড্র করেছে ব্রাজিল
পিছিয়ে পড়ার পর পেনাল্টি মিসে তিউনিসিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।
ম্যাচের ২৩ মিনিটে হাজেম মাস্তুরির গোলে লিড নেয় তিউনিসিয়া। প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরে আনচেলত্তির দল। প্রতিপক্ষের ডিফেন্ডার ব্রুনের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল।
ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে এস্তেভোঁর গোলে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর ৭৬ মিনিটে ডি-বক্সে ভিতো হকে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় ব্রাজিল।
যদিও লুকাস পাকেতার মিস শটে লিড নেয়ার সুযোগ হাতছাড়া করে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে ১-১ গোলের ড্র'য়ে নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
