ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


১৩৩ রানে এগিয়ে বাংলাদেশ


২৪ নভেম্বর ২০১৮ ০৪:৪৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ৫৫ রান। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত লিড দাঁড়িয়েছে ১৩৩ রান। হাতে রয়েছে ৫ উইকেট। মুশফিকুর রহিম ১১ ও মেহেদী হাসান মিরাজ কোন রান না করে অপরাজিত থেকে দিন শেষ করেন। চট্টগ্রামে দ্বিতীয় দিনে দুই দলের মোট ১৭ উইকেট পড়ে।

নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। স্পিনার ওয়ারিকানের বলে দ্বিতীয় ওভারে বোল্ড হন ইমরুল। তৃতীয় ওভারে চেজের বলে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ৫ বলে ২ রান করেন ইমরুল ও ১০ বলে ১১ করে ফেরেন সৌম্য। ১১ বল মোকাবেলা করে ১২ রানেই প্যাভিলিয়নে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। রস্টন চেজের দ্বিতীয় শিকার তিনি। এরপর উইকেটে এসে দ্বিতীয় বলেই বড় শট খেলতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ২ বলের ইনিংসে মাত্র ১ রান করেন সাকিব। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিঠুন। ৩৫ বলে ১৭ রান করেন তিনি। দেবেন্দ্র বিশুর বলে বোল্ড হন মিঠুন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে শিমরান হেটমায়ার ৬৩ ও শেন ডওরিচ ৬৩ রান করেন। বাংলাদেশ দলের পক্ষে অভিষিক্ত নাঈম হাসান ৫টি, অধিনায়ক সাকিব আল হাসান ৩ টি, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশ দলের পক্ষে মুমিনুল হক সর্বোচ্চ ১২০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পেসার শ্যানন গ্যাব্রিয়াল ও স্পিনার ওয়ারিকান ৪টি করে উইকেট নেন।

এমএ