ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২


১৪ বলে ফিফটি আর ৩৫ বলে সেঞ্চুরিতে সোহানময় দিন


১৫ নভেম্বর ২০২৫ ২০:৩৩

সংগৃহীত

রেকর্ডময় বিস্ফোরক সেঞ্চুরিতে ভেঙেছেন দুই রেকর্ড। তার বিধ্বংসী রূপে রাইজিং স্টার এশিয়া কাপে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ 'এ' দল। হ্যাঁ, বলছি ডানহাতি ওপেনার হাবিবুর রহমান সোহানের কথা। 

 

কাতারের দোহায় ১৬৮ রানের লক্ষ্য সোহান ঝড়ে মাত্র ১১ ওভারেই তুলে নিয়েছে বাংলাদেশ। জিতেছে ৮ উইকেটে। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সোহান। স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে এটি বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনের ৪২ বলে সেঞ্চুরি ছিলো আগের দ্রুততম।

 

সোহানের পাশাপাশি বিস্ফোরক ইনিংস খেলেছেন অধিনায়ক আকবর আলি। মাত্র ১৩ বলে ৬ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন তিনি। ১৪ বলে ২০ করেন জিসান আলম।

 

হংকংয়ের দেওয়া লক্ষ্য তাড়ায় জিসানকে এক পাশে রেখে চার-ছয়ের ঝড়ে উত্তাল হয়ে উঠে সোহানের ব্যাট। ওপেনিং জুটিতে ৬.৩ ওভারে চলে আসে ১১১ রান, যাতে কেবল ২০ অবদান ছিল জিসানের। ৮ চারের পাশাপাশি ডানহাতি ব্যাটার মারেন ১০ ছক্কা।

 

রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের পাশাপাশি বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এদিন ব্যাট করার জন্য ভীষণ ভালো উইকেটে আগে বোলিং বেছে দারুণ চাপ তৈরি করে আকবর আলির দল। বাবর হায়াতের ৪৯ বলে ৬৩ ও ইয়াসিম মোর্তুজার ২২ বলে ৪০ রানে হংকং ১৬৭ রান করলেও তা উইকেটের আচরণের বিচারে যথেষ্ট ছিলো না। সেটা একদম মামুলি বানিয়ে ছাড়েন সোহান। 

 

আসরের উদ্বোধনী দিনে শুক্রবার ওমানের বিপক্ষে ৩২ বলে শতরান করে ভারতের বৈভব সুরিয়াবংশী। পরদিন তার ঝড়ো ব্যাটিংকে ফের ফিরিয়ে আনলেন সোহান।

 

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট 'এ' ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেট, দুটিতেই দ্রুততম শতরানের কীর্তি এখন সোহানের। লিস্ট 'এ' ক্রিকেটে তার সেঞ্চুরিটি ৪৯ বলে।