ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ১লা অগ্রহায়ণ ১৪৩২


শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করলো পাকিস্তান


১৪ নভেম্বর ২০২৫ ০৭:৪৬

সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিরাপত্তায় সেনা ও আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার পর কলম্বো নিরাপত্তা উদ্বেগ জানানোয় নেয়া হয়েছে এমন পদক্ষেপ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংসদে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। 

 

তিনি বলেন, পাকিস্তানে থাকার ব্যাপারে উদ্বেগ জানিয়েছিলেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। তবে তাদের সব উদ্বেগ দূর করা হয়েছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী প্রামিথা বান্দারা টেন্নাকুনকে দলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির।

 

বোমা হামলার স্থান থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং শ্রীলঙ্কা দলের থাকার হোটেল। তাই হামলার পরই ঘরে ফেরার অনুরোধ জানিয়েছিলেন বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার। তবে পাকিস্তান 'ফুলপ্রুফ' নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় শেষমেশ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

 

আজ শুক্রবার (১৪ নভেম্বর) পাকিস্তান-শ্রীলঙ্কা ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এই সিরিজের পর জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার কথা রয়েছে তাদের।