ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


লিভারপুলকে উড়িয়ে গার্দিওলার হাজারতম ম্যাচ উদযাপন


১০ নভেম্বর ২০২৫ ০৮:৫৭

সংগৃহীত

ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি। অলরেডসদের ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টেবিলের দুইয়ে উঠে এলো পেপ গার্দিওলার দল। কোচ হিসেবে এটি ছিল পেপের ১ হাজারতম ম্যাচ। এ উপলক্ষ্যে তাকে কী স্মরণীয় এক জয়ই না উপহার দিলো তার দল!

 

ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল করেছেন আর্লিং হালান্ড, নিকো গঞ্জালেজ ও জেরেমি ডোকু।

 

ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে হালান্ডের নেয়া সেই পেনাল্টি ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক মামারদাশভিলি। তবে ২৯ মিনিটে ঠিকই লিড পায় সিটি। ম্যাথিউজ নুনেজের পাস থেকে গোল করেন হালান্ড।

 

৩৮ মিনিটে দারুণ এক হেডে সফরকারীদের সমতায় এনেছিলেন ভার্জিল ফন ডাইক। তবে দোন্নারুম্মার সামনে থাকা লিভারপুল খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অফসাইড পজিশনে থাকায় বাতিল করা হয় সেই গোল।

 

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো গঞ্জালেজ। বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে লিভারপুলের জালে বল পাঠাতে ভুল করেননি তিনি।

 

বিরতির পর ফিরে ৬৩ মিনিটে তৃতীয় গোলটির দেখা পায় গার্দিওলার দল। এবার গোল করেন জেরেমি ডোকু। ৩-০তে লিড ধরে রেখে জয় নিয়ে ঘরে ফেরে সিটিজেনরা।

 

এই জয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ম্যানসিটি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১৮ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে লিভারপুল।