অ্যানফিল্ড জয়ে ব্যর্থ রিয়াল মাদ্রিদ
একের পর এক জয়ে মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলো রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে এবার হলো ছন্দপতন। অ্যানফিল্ডে ম্যাচজুড়ে একের পর এক দারুণ সেভে প্রতিপক্ষের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া।
তবে, ম্যাচের ৬১ মিনিটে সোবেসলাইর ক্রসে দুর্দান্ত এক হেডে এই দেয়াল ভেঙ্গে রিয়ালের জালে বল জড়ান ম্যাক অ্যালিস্টার। সেই গোলেই ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লস ব্লাঙ্কোসদের। অলরেডদের রক্ষণভাগের সামনে এদিন নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে-ভিনিসিয়াসরা।
গোলের আগ পর্যন্ত ম্যাচটি ছিল কোর্তোয়া ভার্সেস লিভারপুল। কারণ- ম্যাচের প্রথমার্ধেই চারটি সেভ করেন তিনি। ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন, নাহলে ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারতো।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে, ম্যাচের ৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে তার শট প্রথমে ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে সালাহর শট ফেরান রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও।
রিয়ালের কেউই লিভারপুলের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। যদিও ৬১% বল ছিল গ্যালাক্টিকোদের দখলে। মোট ৮টি শটের মধ্যে পোস্টে মাদ্রিদ রাখতে পেরেছে মাত্র ২টি।
অন্যদিকে, লিভারপুল ১৭টি শট নিয়ে রাখতে পেরেছে ৯টি শট। মৌসুমে এই প্রথমবারের মতো ম্যাচে গোল করতে পারল না রিয়াল।
মোট চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগ লিগ পর্বের টেবিলে পাঁচে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ছয়ে লিভারপুল।
