বিসিবির হাতে বিপিএল ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত এ প্রতিবেদনে ৩৬টি সন্দেহজনক ঘটনা চিহ্নিত করা হয়েছে
সবশেষ বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে বিসিবিতে ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। যেখানে ৩৬টি সন্দেহজনক ঘটনা চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বিপিএলের দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালি ও পরিচালনাগত ত্রুটি তুলে ধরা হয়েছে। পাশাপাশি আইনগত প্রস্তাব, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও খেলোয়াড়দের সুরক্ষা জোরদারে শক্তিশালী একটি রুপরেখাও দেয়া হয়েছে।
তবে স্বাধীন তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন নিয়ে কোন মন্তব্য করবে না বিসিবি। সুপারিশ আমলে নিয়ে অধিকতর তদন্ত করবে বোর্ড। আর চূড়ান্ত প্রতিবেদন নিয়ে কাজ করবেন বিসিবির দুর্নীতিবিরোধী বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শাল।
উল্লেখ্য, আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে প্রধান করে গঠন করা হয়েছিল স্বাধীন এ তদন্ত কমিটি।
