ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


রফিকের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা


৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫০

মোহাম্মদ রফিক বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নেওয়ার কীর্তি তার দখলে। লাল-সবুজের জার্সি গাঁয়ে টেস্ট ও ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল ছোঁয়া প্রথম বোলারও এই বাঁ-হাতি স্পিনার। আজ ৫ সেপ্টেম্বর তার শুভ জন্মদিন। ১৯৭০ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহন করেন তিনি

তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। নিজেদের ভেরিফাই ফেসবুক পেজে রফিকের একটি ছবি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘টেস্টে ১০০ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি। টেস্ট ও ওয়ানডেতে ১০০ উইকেট ও এক হাজার রানের ডাবল ছোঁয়া প্রথম বাংলাদেশিও। খেলেছেন ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে। শুভ জন্মদিন মোহাম্মদ রফিক!’

তবে এই ব্যাপারে মোহাম্মদ রফিকের সাথে কথা হলে তিনি নতুন সময়কে বলেন, 'আইসিসি আমকে স্মরণ রেখেছে তার জন্য তাদের ধন্যবাদ, একটা বিষয় দেখবেন বর্তমানে কোন মানুষ কাদের মনে রাখে কিন্তু আইসিসি আমাকে মনে রাখার জন্য তাদের আবারো ধন্যবাদ'

আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মোহাম্মদ রফিকের। এর আগে ১৯৯৫ সালের ওয়ানডে অভিষেকেও প্রতিপক্ষ ছিল ভারত। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলেছেন রফিক। টেস্টে তার বোলিং গড় ৪০.৭৬ ও ওয়ানডেতে বোলিং গড় ৩৭.৯১ ।

বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার ৩৩ টেস্টে ১০৫৯ রানের পাশাপাশি নিয়েছেন ১০০ উইকেট। ১২৫ ওয়ানডেতে ১১৯১ রান ও ১২৫ উইকেট। টি-টোয়েন্টি খেলেছেন একটি, উইকেটও নিয়েছেন একটি। এরপর ২০০৮ সালে ওয়ানডে দল থেকে বাদ পড়ায় তিনি অবসরের ঘোষণা দেন।

আইএমটি