ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


ফের হায়দরাবাদে সাকিব


১৬ নভেম্বর ২০১৮ ২৩:০৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম সাত মৌসুমই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা য়ায। গত মৌসুমেই হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। আর তারই পুরস্কারস্বরূপ আবারও তাকে রেখে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই (আইপিএল) দলটি। যার কথা বলা হচ্ছে তিনি আর কেউ নয় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

গত বছর কলকাতা ছেড়ে দেওয়ার পর বিক্রি হন হায়দারাবাদে। তাকে নিতে ২ কোটি রূপি ব্যয় করে হায়দরাবাদ। আসরে রানার্সআপ হওয়া হায়দরাবাদের হয়ে সাকিব ব্যাট হাতে করেন ২৩৯ রান ও বল হাতে নেন ১৪ উইকেট।আবারও আশা জাগাতে পারে সাকিব। যদিও বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ ডেভিড ওয়ার্নার গত মৌসুমে খেলার সুযোগ পাননি। এবারও হায়দরাবাদ দলে তার নাম থাকছে বলে জানা গেছে।

এফআর/এমএ