ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতের বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৩

সাফ সুজুকি কাপে মাঠে নামছে ভারত বনাম শ্রীলংকা। আজ (৫ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফলতম দল হিসাবে আছে ভারত। এখন পর্যন্ত ১২ আসরের মধ্যে ৭ বারই শিরোপা জিতেছে ভারত। আর সেখানে শ্রীলংকা চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ১ বার।

তবে এবারের আসরে অনেকটা তরুণ-আনকোড়া এক দল নিয়ে খেলতে এসেছে ভারত। অংশ নেওয়া ৭ দলের ছয় দল যেখানে জাতীয় দল নিয়ে মাঠের লড়াইয়ে নামছে।

সেখানে ভারত খেলছে বয়সভিত্তিক অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। এবারের সাফে ভারতের ইংলিশ কোচ স্টিফেন কনস্টাইনটিনের পরিকল্পনা মাফিকই বয়সভিত্তিক দল খেলতে এসেছে। জাতীয় দলের খেলোয়াড়দের বিশ্রামে রেখে তরুণ দলটিকে বাজিয়ে দেখছেন স্টিফেন।

আর তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে লংকারা। কোচ নিজাম পাকির আলি কঠোর অনুশীলনের মাধ্যমে দলটিকে সাফের জন্য প্রস্তুত করেছেন। বাংলাদেশে আসার আগে ভালো প্রস্তুতি সেরেছে লংকানরা। সাফে অংশ নিতে সবার আগে বাংলাদেশে এসেছে দলটি। স্বাগতিকদের বিপক্ষে খেলেছে একটি প্রস্তুতিমূলক ম্যাচ। যেখানে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে। সেই অভিজ্ঞতাই সাফে কাজে লাগাতে চান পাকির আলি।

আরআইএস