ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


মুমিনুলের সপ্তম সেঞ্চুরি


১১ নভেম্বর ২০১৮ ২০:৪৪

ছবি সংগৃহিত

দুঃসময়কে জয় করে মুমিনুল ফিরলেন দারুণভাবে।দুর্দান্ত সেঞ্চুরি করে দলের বিপর্যয় কাটিয়ে তুলেছেন।৩১ টেস্টে এটি মুমিনুলের সপ্তম টেস্ট সেঞ্চুরি।

ফিফটি করতে খেলতে হয়েছিল ৯২ বল।আর পরের পঞ্চাশে বল লাগল কেবল ৫৮টি।সিকান্দার রাজার ফুল টসে দারুণ ফ্লিকে শতরান ছুঁলেন ১৫০ বলে।শত রান করতে ১২ টি চার মেরেছেন তিনি।৮ ইনিংস আর ৪ টেস্টের পর সেঞ্চুরির দেখা পেলেন মুনিমুল।

বাংলাদেশর হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডে এককভাবে দুইয়ে উঠে গেলেন মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে। আশরাফুলের ৬ সেঞ্চুরি ৬১ টেস্টে।আবার বাংলাদেশের হয়ে একমাত্র তিনিই এক টেস্টের দু’ইনিংসে সেঞ্চুরি করেছেন।টেস্টে মুমিনুল দুই শতকের ইনিংসও খেলেছেন।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৫ রানে এখন তিনি অপরাজিত আছেন।এখন দেশের দর্শকরা তার ব্যাটের দিকে চেয়ে আছেন আরো বড় ইনিংস বা আবারো একটা ডব্লই সেঞ্চুরি দেখার জন্য।তার সাতে দারুন এক জুটি গড়েচেন মুসফিক। মুসফিক ক্রিজে আছেন ৭৩ রানে । তাদের জুটি এই পর্যন্ত ১৭০ রান তুলেছে।বর্তমানে তারা দু’জন জিম্বাবুয়ের বোলিং খুব সাছন্দে খেলছে।