ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


মেসিকে সতর্ক করে যা বললেন রিয়াল কোচ


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৮

ক্রিশ্চিয়ানো রোনালদো চলে গেলেন ইতালিতে। যোগ দিয়েছেন জুভেন্টাসে। আর এ কথা কারোরই অজানা নয়। তবে রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পরে রিয়াল মাদ্রিদ এক দুর্বল শক্তির দলে পরিনত হয়েছে আর সে কথাই বলেন লিওনেল মেসি।

রোনালদো চলে যাওয়ার পর এই প্রথম এ নিয়ে কথা বললেন তার প্রতিদ্বন্দ্বী, বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি সরাসরি বলে দিয়েছেন, ‘রোনালদো ছাড়া রিয়াল দুর্বল শক্তির দল।’

কিন্তু মেসির এই কথা খুব সহজভাবে নিতে পারেননি রিয়ালের বর্তমান কোচ হুলেন লোপেতেগুই। তিনি মেসির প্রতি সতর্কবাণী উচ্চারণ করে দিয়ে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ নিয়ে দুশ্চিন্তা মেসির না করলেও চলবে। আমি তো রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড় এবং স্কোয়াড নিয়ে এক সেকেন্ডও চিন্তিত নই।’ এল ট্রান্সিটরের সঙ্গে এক সাক্ষাৎকারে মেসির প্রতি এমন সতর্কবার্তা উচ্চারণ করেন লোপেতেগুই।

একই সঙ্গে হুলেন লোপেতেগুই এটাও জানিয়ে দেন যে, বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রিয়ালের সঙ্গে চুক্তি করার কারণে স্পেন জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার কারণে নিজের মধ্যে কোনো দুঃখবোধ নেই তার। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে যে সিদ্ধান্ত নিয়েছি, তা নিয়ে নিজের মধ্যে কোনো অনুশোচনা নেই। ভবিষ্যতেও হয়তো এ ধরনের কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি।’

এদিকে রোনালদোর চলে যাওয়া নিয়ে এর আগে কোনো কথা বলেননি রিয়াল কোচ। কিংবা এ নিয়ে রোনালদোর সঙ্গেও কথা বলেননি। সেটাই তিনি জানিয়ে দিলেন সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘আমি রোনালদোর সঙ্গে এ নিয়ে কথা বলিনি। আমি যখন রিয়ালে আসি, তখন এটা ছিল একটা অবস্থা। তখন সে রিয়াল ছাড়ার ইচ্ছা পোষণ করেছিল। ক্লাবও তার এই ইচ্ছাটা গ্রহণ করেছিল তখন। সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই এবং ব্যক্তিগত পরিকল্পনা গ্রহণ করি।’

বিশ্বকাপের পর লোপেতেগুইয়ের জায়গা নিয়োগ দেয়া হয়েছে বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকেকে। এ নিয়েও কোনো বক্তব্য নেই লোপেতেগুইর। তিনি বলেন, ‘স্পেন জাতীয় দল নিয়ে কোনো কিছু শুনলে তা আমার মর্মে আঘাত করে না। রিয়াল মাদ্রিদের কোচ হতে পেরে আমি খুবই খুশি। আমার সামনে এখন দারুণ এক চ্যালেঞ্জ। তবে আমি স্পেন জাতীয় দলের সব সময় ভালো কামনা করি। স্পেন দলের কোচ এনরিকে, প্রতিটি ফুটবলার- সবার প্রতিই রইলো আমার শুভেচ্ছা।’

আরআইএস