ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কাঁধে অধিনায়কের দায়িত্ব, যা বললেন রিয়াদ


২ নভেম্বর ২০১৮ ২৩:১৩

জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজে দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান। যার জন্য এই টেস্টে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে গেল জানুয়ারিতে প্রথমবারের মত সাদা-পোশাকে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন তিনি।

দ্বিতীয়বারের দায়িত্ব পাওয়া অধিনায়ক রিয়াদের মতে, অধিনায়কত্ব দেশকে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করে দেয়। আমি সবসময় বিশ্বাস করি যদি আমি ব্যর্থ হই তাহলে সেটা আমারই দোষ। আমি সেই সময় ভালো পারফর্ম করছিলাম না। এগুলোই জীবনের শিক্ষার অংশ। আমি সেই জিনিস গুলো থেকে শেখার চেষ্টা করি এবং ওই শিক্ষা গুলোই আমাকে সামনে আরও কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে উৎসাহ দেয়।

শনিবার (৩ নভেম্বর) শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট। তার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কের দায়িত্ব নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন,‘অধিনায়কত্ব করা প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য ভালো লাগার একটা বিষয়। এটা একজন খেলোয়াড়কে তার দেশকে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করে দেয়। পাশাপাশি অধিনায়কত্ব একটা দায়িত্ব। এই দায়িত্বের কথাও মাথায় রাখতে হয়।’

অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে শতভাগ ভালো ফলাফল করাই এখন মাহমুদউল্লাহর লক্ষ্য। তিনি বলেন,‘প্রথমত অধিনায়কত্বের বিষয়টি অনাকাঙ্খিত। কারণ সাকিব থাকলে অবশ্যই আমাদের দলের জন্য ভালো। আমাদের দলের অপরিহার্য একজন খেলোয়াড়ও। আশা করছি ও দ্রুত ফিরে আসবে। ভাইস অধিনায়ক হিসেবে এই মুহূর্তে আমার কাঁধে দায়িত্ব। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করবো যেন পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারি।’

গেল বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে শততাম ম্যাচটিতে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। আজ সেই মাহমুদউল্লাহর কাঁধেই এখন টেস্টের দায়িত্ব। ব্যর্থতার সময় গুলো থেকে শিক্ষা নিয়ে নতুন দায়িত্বই উপভোগ করতে চান তিনি।

‘তাছাড়া অধিনায়কত্ব সবসময় আমাকে ভালভাবে আমাকে নাড়া দেয় (হাসি)। আগেই বলেছি এই দায়িত্বটা আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি। দলের সবাই কমবেশি হেল্পফুল। এখন আমি ভাল খেলার অপেক্ষায় আছি।’

টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। যার জন্য আত্মবিশ্বাসী মুড নিয়েই সাদা-পোশাকে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু তারপরও অতিথিদের সম্মান দিতে ভুল করেননি মাহমুদউল্লাহ।

এমএ