ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


অভিষেক ম্যাচে ডাক মারলেন ফজলে রাব্বি


২১ অক্টোবর ২০১৮ ২১:১০

অভিষেক ম্যাচে কোনো রান না করেই আউট হলেন ফজলে রাব্বি। টেণ্ডাই চাতারার উঁচু হয়ে আসা বলটি রাব্বির হাতে লেগে উইকেটকিপারের হাতে ধরা পড়েন তিনি। রাব্বি ৪ বল খেলার সুযোগ পান মাত্র।

এদিকে, ইনজুরির কারণে তামিম না থাকায় তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। ইমরুলকে সঙ্গ দিতে ক্রিজে ছিলেন এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা লিটন দাস। তবে আজকের ইনিংসটি লম্বা করতে পারেননি তিনি। ১৩ বলে মাত্র ৪ রান সাজঘরে ফেরত যান লিটন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), চেফাস ঝুওয়াও, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রান্ডন মাভুতা, কাউল জারভিস, টেন্ডাই সাতারা।

 

এমএ