ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


সাফ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ


৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৫

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দুই গ্রুপে খেলবে মোট ৭টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বে। সেখান থেকে গ্রুপের পয়েন্টে এগিয়ে থাকা ৪ দল নিয়ে শুরু হবে সেমি ফাইনাল।

সবগুলো ম্যাচেই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রডাকশনের দায়িত্বে আছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন।

গ্রুপ ‘এ’ তে আছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল। গ্রুপ ‘বি’ তে আছে শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ।

১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামবে সাফ ফুটবলের এবারের আসরের।

এমএ