ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


নান্নুর বাসায় চোরদের হানা


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৮

ছবি সংগৃহীত

এশিয়া কাপের জন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দলের সাবেক ক্রিকেটারের মোহাম্মদপুরের বাসায় চুরি হয়েছে। তবে কখন চুরির ঘটনা ঘটেছে তা জানা যায়নি। চুরির খবর পেয়ে রোববার সকালে দেশে ফিরেছেন নান্নু।

শনিবার রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে নান্নুর বাসায় তার এক স্বজন বাড়ি দেখভাল করতে যান। এ সময় তিনি বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি আশপাশের কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রাতে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

নান্নু জানান, চুরির খবর শুনেই আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি, সবকিছু নিয়ে গেছে। বাসার সবকিছু ওলটপালট। ঘরে কোনও জিনিস রাখা নাই। টাকা-পয়সা, অলংকার যা ছিল সব নিয়ে গেছে। কিছুই নেই ঘরে। এখনো সবকিছু জানিও না। হিসাব করে দেখতে হবে। কী কী ক্ষতি হয়েছে তার তালিকা করছি। কিছুক্ষণ পরই মামলা হবে।

আদাবর থানা ওসি কাওসার আহমেদ বলেন, নান্নুর সাথে যোগাযোগ হয়েছে। আমরা তার বাড়ি পরিদর্শণ করেছি। তার বাসা থেকে কী কী মিসিং আছে সে তালিকা নিয়ে এসে মামলা করলে তার মামলা নেয়া হবে।

আরকেএইচ