অল্প রানে অলআউট পাকিস্তান

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে থাকবে বাড়তি উত্তেজনা। এমনটাই প্রত্যাশা করছিল ক্রীড়ামোদিরা। কিন্তু ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে অসহায় পড়ে শোয়েব মালিকের পাকিস্তান। পরে শোয়েব-বাবরের অনবদ্য জুটিতে চ্যালেঞ্জিং স্কোরের স্বপ্ন দেখেছিল পাকিস্তান সমর্থকরা।
কিন্তু বাবর আজমের সাজঘরে ফেরার পর আর কেউ উইকেটে টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয় ইমরান খানের উত্তরসূরীরা। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দলীয় ৩ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান।
সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও তরুণ ক্রিকেটার বাবর আজম। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে বাবর ফিরে গেলে ফের বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান।
এরপর ২৫ রান ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে পাকিস্তান। মালিক ৪৩ রান করলেও পরের ব্যাটসম্যানরা দলকে টেনে নিয়ে যেতে পারেননি। শোয়েব মালিকের ইনিংসটি ৬৭ বলে এক চার ও এক ছক্কায় সাজানো।
তবে শোয়েব মালিক ইনিংসে দুইবার লাইফ পান। দলীয় ৬০ রানে ১৬তম ওভারে ব্যক্তিগত ২৬ রানেই সাজঘরে ফিরে যাওয়ার কথা ছিল শোয়েব মালিকের। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন মালিক। উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি বলটি ধরতে ব্যর্থ হন।
এরপর কুলদীপ যাদবের বলে বাউন্ডারির কাছাকাছি ক্যাচ তুলে দেন শোয়েব মালিক। কিন্তু ভুবেনেশ্বর কুমার সেই ক্যাচটি নিতে পারেননি।
এমএ