ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া


২০ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৪

কোনো আঘাত না পেয়েই গুরুতর আহত হয়ে মাঠের বাইরে চলে যান হার্দিক পান্ডে। প্রথম ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি করেই মাটিতে পড়ে গেলেন হার্দিক পান্ডিয়া। বোঝার কোন উপায় নেই, তার সমস্যা কি হয়েছে। তবে অবস্থা যাহোক, স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

নিজের ৫ম ওভার করতে আসছিলেন হার্দিক। পঞ্চম ডেলিভারিটি করার পরই মাটিতে পড়ে যান এই অলরাউন্ডার। ভিডিওতে দেখে মনে হচ্ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। সম্ভবত খিঁচুনির সমস্যা হয়েছে ভারতীয় অলরাউন্ডারের।

আরব আমিরাতের অসহনীয় গরম খেলোয়াড়দের বড় অস্বস্তির কারণ হচ্ছে এই এশিয়া কাপে। অনেকেই এমন গরম সহ্য করতে পারছেন না। গরম থেকেই পান্ডিয়ার এমনটা হয়েছে কিনা, এখনও অবশ্য জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিবৃতি আসলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

এমএ