ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বিপদে পাকিস্তান, উদ্ধারে শোয়েব-আযম


২০ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৩

হাই ভোল্টেজ ম্যাচের শুরুতেই ভারতীয় বোলাররা চড়াও হয়েছে পাকিস্তানিদের ওপর। তাদের তোপে রানের চাকাটা ঘুরাতেই পারছেন না পাকিস্তানি ব্যাটসম্যানরা। ভুবনেশ্বর কুমার তো রীতিমত ভয়ংকর হয়ে উঠেছেন। তার জোড়া আঘাতে শুরুতেই বিপদে সরফরাজ আহমেদের দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৭৩ রান তুলেছে পাকিস্তান।

টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান। কিন্তু টসের এই সুবিধাটা কাজে লাগাতে পারছে না তারা। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ২ উইকেট হারিয়ে বসেছে দলটি।

ভুবনেশ্বরকে আক্রমণ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইমাম উল হক (২)। এরপর ফাখর জামানও ভুল করেছেন। ভারতীয় পেসারকে তুলে মারতে গিয়ে ইয়ুজবেন্দ্র চাহালের ক্যাচ হয়েছেন এই ওপেনার, খুলতে পারেননি রানের খাতা।

আজকের ম্যাচে দলে দুটি পরিবর্তন এনেছে ভারত। বাদ পড়েছেন শার্দুল ঠাকুর আর হংকংয়ের বিপক্ষে দারুণ বোলিং করা খলিল আহমেদ। তাদের বদলে একাদশে এসেছেন হার্দিক পান্ডিয়া আর জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। তাদের দলে চার পেসার-মোহাম্মদ আমির, হাসান আলি, উসমান খানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলি, উসমান খান।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদর যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব।

এমএ