ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান


১৯ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪৬

চতুর্দশ এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দীর্ঘ ১৫ মাস পর বাইশ গজে মুখোমুখি দুই দেশ। আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষ সাক্ষাতে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান।

১২৯ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। যাতে ৭৩ বার ম্যাচ জিতেছে পাকিস্তান এবং ভারত জিতেছে ৫২ বার। অর্থাৎ একদিনের ফরম্যাটে ভারতের চেয়ে মিনিমাম ২০ ম্যাচ বেশি জিতেছে পাকিস্তান। যদিও এই হিসাবকে অনেকেই এখন তুচ্ছ মনে করেন। কারণ বর্তমানে ভারত-পাকিস্তান শিবিরে যুক্ত হয়েছে অসংখ্য তরুণ উদীয়মান। তাই অতীত ভুলে বর্তমানকে প্রাধন্য দেয়ার প্রচেষ্টা তাদের।

পাকিস্তানের বর্তমান বোলিং লাইনলেন্থ যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তা সবাইকে স্বীকার করে নিতে হবে। কারণ দলটিতে রয়েছেন বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান পেসার হাসান আলী। রয়েছেন মোহাম্মদ আমির, উসমান খান, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ। এছাড়া তরুণ ইমাম উল হক-ফখর-সরফরাজরা রয়েছেন বেশ ছন্দে। আর তাতেই রাতের ঘুম হারাম ভারতের!

ব্যাটিং সেক্টরের মতো পাকিস্তানের বোলিং সেক্টরও বেশ সম্মৃদ্ধশালী। মোহাম্মদ আমির, হাসান আলী ও উসমান খানদের নিয়ে গড়া সেক্টরটি বিশ্বের যে কোন ব্যাটিং লাইনআফ গুঁড়িয়ে দিতে পারে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আযম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, সাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মাদ আমির, হাসান আলী ও উসমান খান।

ভারত দল :
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইদু, মনীষ পান্ডিয়া, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শারদুল ঠাকুর ও খলিল আহমেদ।

এমএ