ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ


২৬ জানুয়ারী ২০২০ ০৭:১৪

ছবি সংগৃহীত

গাইবান্ধা জেলার উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী আর্দশ বাজার থেকে বরুয়ারহাট র্পযন্ত পাকা রাস্তাটি র্দীঘ দনি ধরে চলাচলরে অযোগ্য হয়ে পড়ায় সংস্কাররে জন্য সরকারীভাবে প্রায় ২৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
গাইবান্ধা এলজইিডির নির্বাহি প্রধান প্রকৌলশীর দপ্তর দরপত্র আহবান করলে মেসাস রাম এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ১৭ মিটিারের এ রাস্তা সংস্কারের র্কাযাদেশ পায়। ঠকিাদারী এ প্রতষ্ঠিানটি সংস্কার কাজ শুরু করইে নিম্নমানরে ইটের খােঁয়া ব্যবহার করাতে স্থানীয় জনমনে বিরুপ প্রতক্রিয়ার সৃষ্টি হয় এবং তারা সংস্কার কাজের তত্ত্বাবধায়ক উপজলো প্রকৌশলীর নিকট মৌখিক ভাবে অভিযোগ করে।
এনিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বিজয় কুমাররে সাথে কথা হলে তিনি জানান সংস্কার কাজটি সিডিউল অনুসরন করে করা হচ্ছে ।
এব্যাপারে উপজলো প্রকৌশলী আবুল মনছুর জানান,রাস্তাটি সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে বলে প্রতীয়মান হওয়ায় কাজটি বন্ধ করে দেয়া হয়েছে।