যৌনাঙ্গে রক্ত দেখে মায়ের জিজ্ঞাসা, শিশু বলল হুজুর করেছে
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে চার বছরের শিশুকে তার আরবি শিক্ষক যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুটি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মসজিদে আরবি শিখতে গেলে হুজুর শিশুটির ওপর যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ মায়ের। অভিযোগ ওঠা ব্যক্তি আব্দুল মাহাব (৪০) পেশায় কাজী ও আরবি শিক্ষক।
শিশুটির মা বলেন, শিশুটি প্রতিদিন সকাল ১০টায় পাশের মসজিদে মাহাব হুজুরের কাছে আরবি শিখতে যায়। বৃহস্পতিবার পড়া শেষে বাড়ি ফিরলে মেয়েকে মায়ের কাছে অসুস্থ মনে হয়। এরপর গোসল করানোর সময় তার গোপনাঙ্গে রক্তপাত দেখা যায়। রক্তপাতের কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে বলে_ হুজুর এই অবস্থা (যৌন নির্যাতন) করেছে।
স্থানীয়রা জানান, এলাকায় এই ঘটনা আলোচিত হওয়ার পর থেকেই মাহাব পলাতক।
ঘটনার সত্যতা জানতে শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন একটি ঘটনা আমিও শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএ