প্রেমিকের সাথে উধাও স্ত্রী, পুরস্কার ঘোষণা স্বামীর

শোবিজ অঙ্গনের পরিচিত মেকআপশিল্পী মনির হোসেন এখন চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। সম্প্রতি তার স্ত্রী রিয়া আক্তার প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, রিয়া আক্তার যার সঙ্গে ও পালিয়েছেন তার নাম রাফি। তার পিতার নাম আইনাল হোসেন। মায়ের নাম সাহিদা বেগম। টাঙ্গাইলের ঘাটাইল থানার পাকুতিহা গ্রামে তাদের বাড়ি। তার বোনের নসম শান্তা আক্তার।
মনির জানান, হঠাৎ একদিন দেখি রিয়া বাসায় নেই। খোঁজ নিয়ে জানতে পারি, সে আমার সঞ্চিত সব টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়েছে। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ভালো ছিল কিন্তু এমন বিশ্বাসঘাতকতা করবে তা ভাবতেও পারিনি।
তিনি আরও বলেন, “গত বছর পারিবারিকভাবে রিয়াকে বিয়ে করেছিলাম। সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ করে গত মাসে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। এখন আদালতে মামলা করেছি। কেউ তাকে সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
রিয়া আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগ ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন মেকআপ আর্টিস্ট মনির হোসেন। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে তার মেকআপের আলাদা সুনাম রয়েছে। দেশ ছাড়িয়ে বিদেশের শিল্পীরাও তার হাতে সাজিয়েছেন নিজেদের।