ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


কৃষক বিপন্ন হলে দেশ ও জনগণ পড়বে মহাসংকটে


১৭ মে ২০১৯ ২২:২৩

নতুনসময় ছবি

কৃষক বিপন্ন হলে কৃষি ও কৃষিব্যবস্থা বিপর্যস্ত হয়ে দেশ ও জনগণ পড়বে মহাসংকটে।

আজ শুক্রবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে শেখ রায়হান রাহবারের সভাপতিত্বে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ঢাকা মহানগর শাখার উদ্যোগে কৃষকদের ধানের ন্যায্য মূল্য আদায়ে মানববন্ধন পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে উৎপাদনকারী কৃষকরা বঞ্চিত, শোষিত ও অসহায়। নানারূপ প্রতিকূল অবস্থার মধ্য কৃষি ও উৎপাদন ব্যবস্থা চালু রেখে দেশ ও জনগণের চাহিদা পূরণ করছে। তারা আরো বলেন, কৃষকের সংকট সমগ্র জনগণের সংকট, কৃষক বিপন্ন হলে কৃষি ও কৃষিব্যবস্থা বিপর্যস্ত হয়ে দেশ ও জনগণ পড়বে মহাসংকটে। ধানের দাম কমে কৃষক বিপন্ন অথচ চালের দাম বেশী যা মধ্যবর্তী অব্যবস্থাপনা।

তারা আরো বলেন, অবিলম্বে সরকারীভাবে কৃষকদের চাহিদামত ভালো দামে ধান কিনে ও প্রয়োজনে ভর্তুকি দিয়ে কৃষকদের সমেস্যার সমাধান এবং মানবতা ভিক্তিক কৃষিনীতি ও জনকল্যাণমূলক কৃষিব্যবস্থা গড়ে তোলার আবেদন জানান। এছাড়াও উপস্থিত ছিলেন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত, আরেফ সারতাজ, আবু বকর চিস্তি, আহমেদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরীসহ প্রমুখ।’

নতুনসময়/আল-এম,