ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


রেকর্ড ৬ বারের সর্বোচ্চ গোলদাতা মেসি


২৫ মে ২০১৯ ২২:৫১

টানা তিনবার ইউরোপের সর্বোচ্চ স্কোরার হয়ে রেকর্ড করলেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। শুধু তাই নয়, একই সঙ্গে রেকর্ড ৬ বার ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি।

মেসির সঙ্গে লড়াইয়ে ছিলেন পিএসজির কিলিয়ান এমবাপে। মেসিকে টপকাতে হলে গতকাল শুক্রবার মৌসুমের শেষ লিগ ম্যাচে চার গোল দরকার ছিল এমবাপের। কিন্তু এমবাপে গোল পাননি। ম্যাচটিও পিএসজি ১-৩ ব্যবধানে হেরে যায়।

এবার বার্সার হয়ে করেছেন লিগে ৩৬ গোল। আর এমবাপে করেছেন পিএসজির হয়ে ৩৩ গোল। যদিও ‘‌গোল্ডেন শু’‌র চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হওয়ায় যন্ত্রণা বেশি হচ্ছে মেসির। একথা স্বীকারও করেছেন তিনি। মেসি জানান, পুরষ্কার নিয়ে ভাবছি না। লিভারপুল ম্যাচে কী যে হল তা এখনও ভেবে চলেছি।

 

নতুনসময়/এনএইচ