ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


জুভেন্টাস ছাড়বে দিবালা মন্তব্য গুস্তাভোর


১৮ মে ২০১৯ ০২:৫০

সংগৃহীত ছবি

জুভেন্টাস ছাড়ার আভাস মিললো আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার। এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে দিবালা জুভেন্টাস ছাড়তে পারেন বলে দাবি করেছেন তার ভাই গুস্তাভো দিবালা।

গত মাসে টানা অষ্টম সেরি আ শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন চলতি মৌসুমেও পূরণ হয়নি। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতায় শেষ আটে আয়াক্সের কাছে হেরে ছিটকে যায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

পুরো মৌসুমে ছন্দ খুঁজে ফিরেছেন দিবালা। নিয়মিত শুরুর একাদশে জায়গা পাননি। সেরি আয় এ পর্যন্ত ২৮ ম্যাচ খেলে মোটে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলে অবদান রেখেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

ইতালিয়ান ক্লাবটিতে পাওলো দিবালা ভালো নেই বলে মন্তব্য করেন গুস্তাভো।

হ্যাঁ, তার জুভেন্টাস ছাড়ার ভালো সম্ভাবনা আছে। তার একটা পরিবর্তন দরকার।

সে কোথায় যাবে তা আমি বলতে পারছি না। কিন্তু পাওলোর দল ছাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অবশ্যই এখানে সে সুখে নেই। শুধু পাওলো একা নয়, অনেক খেলোয়াড়ই জুভেন্টাস অস্বস্তিতে আছে। এই গ্রীষ্মে সে একাই দল ছাড়বে না।

নতুনসময় / আইআর