ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বাংলাদেশকে নিয়ে পন্টের টুইট-জানালেন দু'জনের কথা


৫ মে ২০১৯ ২০:৩৮

ফাইল ছবি

ক্ষণ গণনা শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের। ক্রিকেট মহাযজ্ঞে অংশ নিতে প্রস্তুত হচ্ছে দলগুলো। শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ। আর এমন সময় ২০১১ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিলেন টাইগারদের সেই সময়ের কোচ ইয়ান পন্ট।

পাশাপাশি জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি কাদের হাতে।

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। কিছুদিন পরে জিম্বাবুয়েকে সীমিত ওভারের সিরিজে হারায় টাইগাররা। সাকিব বাহিনী বিশ্বমঞ্চে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।'

নতুনসময়/আল-এম